মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৬:৫৪, ১৮ নভেম্বর ২০২৫

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক

ডেনমার্ক। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যে সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সেই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার পর এবার কঠোর পথে হাঁটতে চলেছে ডেনমার্ক। দেশটির সরকার ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধ করতে একটি রাজনৈতিক চুক্তি ঘোষণা করেছে। কোপেনহ্যাগেন পোষ্ট ও ডেনমার্কের মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ডেনমার্কের ডিজিটাল মন্ত্রণালয় জানায়, সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নির্দিষ্ট বয়সসীমা আইনগতভাবে নির্ধারণ করা হবে। তবে কিছু ক্ষেত্রে অভিভাবকের মূল্যায়নের ভিত্তিতে ১৩ বছর বয়স থেকেই সন্তানকে সীমিত অ্যাক্সেস দেওয়ার সুযোগ রাখা হচ্ছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গত মাসে সংসদে উদ্বোধনী ভাষণে তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত ব্যবহার শিশুদের ঘুম, একাগ্রতা, সামাজিক সম্পর্ক—সবকিছুকে ক্ষতিগ্রস্ত করছে। তার বক্তব্যের পরপরই সংসদের বেশিরভাগ সদস্য এই বিধিনিষেধকে সমর্থন করেন।

ডিজিটাল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে—“ডিজিটাল বিশ্বে শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ডেনমার্ক একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। ১৫ বছরের কম বয়সীদের এমন প্ল্যাটফর্মে প্রবেশাধিকার দেওয়া উচিত নয়, যা তাদের ক্ষতিকর কনটেন্ট বা অ্যালগরিদমের সংস্পর্শে নিয়ে যেতে পারে।”

তবে কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষেধাজ্ঞার আওতায় আসবে, তা এখনও নির্দিষ্ট করা হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, অভিভাবক যদি মনে করেন নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে তাদের সন্তানের কম বয়সে সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস প্রয়োজন, তাহলে বিশেষ অনুমতির ভিত্তিতে ব্যতিক্রম করা যেতে পারে।

চুক্তির অংশ হিসেবে—ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (EU DSA) তত্ত্বাবধান আরও কঠোর করা হবে,নিরাপদ বিকল্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নির্মাণে বিশেষ তহবিল বরাদ্দ, প্রভাবশালীদের (ইনফ্লুয়েন্সার) অবৈধ বিপণন কর্মকাণ্ড মোকাবিলায় অতিরিক্ত নজরদারি।

ডিজিটালাইজেশন মন্ত্রী ক্যারোলিন স্টেজ বলেন—“শিশুদের ঘুম, মনঃসংযোগ ও মানসিক স্থিতি সোশ্যাল মিডিয়ার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি এমন একটি সমস্যা, যা কোনো অভিভাবক বা শিক্ষক একা সামলাতে পারবেন না। দীর্ঘদিন ধরে বড় প্রযুক্তি সংস্থাগুলো শিশুদের জগতে অবাধ নিয়ন্ত্রণ চালিয়েছে—আমরা এবার সেই জায়গায় দাঁড়িয়ে প্রয়োজনীয় অবস্থান নিচ্ছি।”

ডেনমার্কের উদ্যোগের আগে অস্ট্রেলিয়া ঘোষণা করে যে তারা ডিসেম্বর থেকেই শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা দেবে। দেশটিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে ১৬ বছর।

নতুন আইনে বলা হয়েছে—১৬ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট রাখতে দেওয়া হলেপ্ল্যাটফর্মগুলোর ওপর ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হবে।

ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স, ইউটিউব, রেডডিট, কিক—সব প্ল্যাটফর্মকে ১০ ডিসেম্বরের মধ্যে নাবালক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনও প্রশংসা করে জানান, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত তাঁকে অনুপ্রাণিত করেছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর
রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন
মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু
বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান
রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামো তৈরি করে দেবে সরকার
অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কত সম্পদ শেখ হাসিনার
আদনান আল রাজীবের নতুন বিজ্ঞাপনে শাকিব খান
চূড়ান্ত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার
ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হলো