অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৭, ১৮ নভেম্বর ২০২৫
আজ রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোলৎস সৌজন্য সাক্ষাৎ করেছ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) অপরাধের মাত্রা প্রসঙ্গে দাবি করেন, `অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। মানুষ এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে— যা বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে তারা পারেনি।‘
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোলৎস সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ মন্তব্য করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনমত ও পরিস্থিতি, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার অপরাধ দমন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, `জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে।‘
রাষ্ট্রদূত নির্বাচনের সময়সূচি ও প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান—`নির্বাচন যথাসময়ে হবে বলে আমরা আশাবাদী। নির্দিষ্ট দিন-তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করবে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তার জন্য সম্পূর্ণ প্রস্তুত।‘
শেখ হাসিনার রায় পরবর্তী জনপরিস্থিতি সম্পর্কে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন—`আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। ছোটখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশে শান্ত পরিবেশ বিরাজ করছে। কেউ পরিস্থিতি অস্থির করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।‘
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মোঃ মাহাবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আন্জা কার্সটেন।
