চূড়ান্ত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৯, ১৮ নভেম্বর ২০২৫
নির্বাচন কমিশন (ইসি)। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকায় দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সর্বশেষ এই পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি জানান, চলতি বছরের ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নামও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বিপুল সংখ্যক তরুণ ভোটার এবার প্রথমবারের মতো ব্যালট দেবার সুযোগ পাচ্ছেন।
ইসি সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদের সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ায় এখন নির্বাচনপূর্ব অন্যান্য প্রস্তুতি দ্রুত এগিয়ে নেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র, পর্যবেক্ষণ ব্যবস্থা, প্রযুক্তি–সহায়ক ভোটার যাচাই ব্যবস্থা এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে ইসির অভ্যন্তরীণ প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে।
ইসির কর্মকর্তারা মনে করছেন, নতুন ভোটার যুক্ত হওয়ায় তরুণদের অংশগ্রহণ আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও আগ্রহ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও তারা মনে করেন।
