মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১২, ১৮ নভেম্বর ২০২৫

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তাদের বেতনস্কেল ১৩ গ্রেড থেকে উন্নীত করে ১১তম গ্রেডে আনার জন্য অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনায় ৯টি সংগঠন সরকারের প্রস্তাবে সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে ‘ভুঁইফোড়’ হিসেবে চিহ্নিত চারটি সংগঠন আন্দোলনের ডাক দিয়ে সহকারী শিক্ষকদের বিভ্রান্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ডা. বিধান রঞ্জন।

তিনি বলেন, “একজন শিক্ষকের এমন করুণ মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা তার পরিবারের পাশে থাকবো।”

এর আগে মন্ত্রণালয়ের বৈঠকে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন জেলার ১২টি টিচার ট্রেনিং সেন্টারে (টিটিসি) ১০ মাস মেয়াদী ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রাম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ডিপ্লোমা প্রোগ্রাম শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে গানের শিক্ষক নিয়োগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, এ সরকারের অবশিষ্ট সময়ে এটি বাস্তবায়ন সম্ভব নয়। তবে পরবর্তী সরকার বিষয়টি বিবেচনায় নিতে পারে বলে আশা প্রকাশ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত
নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা
অপরাধী হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ দিনে ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়ালো
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা
আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর