প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১২, ১৮ নভেম্বর ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তাদের বেতনস্কেল ১৩ গ্রেড থেকে উন্নীত করে ১১তম গ্রেডে আনার জন্য অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনায় ৯টি সংগঠন সরকারের প্রস্তাবে সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে ‘ভুঁইফোড়’ হিসেবে চিহ্নিত চারটি সংগঠন আন্দোলনের ডাক দিয়ে সহকারী শিক্ষকদের বিভ্রান্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ডা. বিধান রঞ্জন।
তিনি বলেন, “একজন শিক্ষকের এমন করুণ মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা তার পরিবারের পাশে থাকবো।”
এর আগে মন্ত্রণালয়ের বৈঠকে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন জেলার ১২টি টিচার ট্রেনিং সেন্টারে (টিটিসি) ১০ মাস মেয়াদী ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রাম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ডিপ্লোমা প্রোগ্রাম শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে গানের শিক্ষক নিয়োগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, এ সরকারের অবশিষ্ট সময়ে এটি বাস্তবায়ন সম্ভব নয়। তবে পরবর্তী সরকার বিষয়টি বিবেচনায় নিতে পারে বলে আশা প্রকাশ করেন।
