মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

ভোলায় বস্তা খুলতেই মিলল ৫০ কেজি ওজনের বিরল কচ্ছপ

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২০:০৭, ১৮ নভেম্বর ২০২৫

ভোলায় বস্তা খুলতেই মিলল ৫০ কেজি ওজনের বিরল কচ্ছপ

ভোলায় বস্তা খুলতেই মিলল ৫০ কেজি ওজনের বিরল কচ্ছপ। ছবি: সংগৃহীত

ভোলার সদর উপজেলার পরানগঞ্জ এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি বস্তা খুলতেই বেরিয়ে এলো বিরল প্রজাতির একটি বিশাল সামুদ্রিক কচ্ছপ। ওজন প্রায় ৫০ কেজি—এমন একটি অলিভ রিডলি কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয়দের চোখে পড়া এই বস্তা থেকেই উদ্ধার অভিযানটি শুরু হয়।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ভোররাতে ভোলা–বরিশাল মহাসড়কের পাশে বস্তা দেখে সন্দেহ জাগে। কাছে গিয়ে খুলে দেখেন ভেতরে নড়তে থাকা একটি বিশাল সামুদ্রিক কচ্ছপ। ধারণা করা হচ্ছে—রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কোনো বাহন থেকে বস্তাটি পড়ে যায়। কচ্ছপটিকে নিরাপদ স্থানে রেখে স্থানীয়রা বন বিভাগে খবর দিলে কর্মকর্তারা এসে সেটিকে হেফাজতে নেন।

উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন,“এটি বিরল প্রজাতির অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ। ওজন প্রায় ৫০ কেজি। পৃথিবীজুড়ে এই প্রজাতি বিলুপ্তির পথে। কচ্ছপটি আহত না হলেও দুর্বল, তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

বন কর্মকর্তা আরও জানান, দুই-একদিন পর্যবেক্ষণে রাখার পর সম্পূর্ণ সুস্থ হলে কচ্ছপটিকে উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে।

এদিকে স্থানীয়দের মতে, সাগর বা নদী থেকে ধরা কচ্ছপটি পাচারের চক্রের হাত থেকে অল্পের জন্যই রক্ষা পেয়েছে। নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া সামুদ্রিক বন্যপ্রাণী পাচার বন্ধ করা কঠিন বলে তারা মনে করেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত
নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা
অপরাধী হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ দিনে ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়ালো
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা