সাবেক মন্ত্রী রেজাউল করিমের ভাই শামীম গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১২:১২, ১৮ নভেম্বর ২০২৫
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই ও শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গুলশানের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা ডিবির একটি বিশেষ টিম।
ডিবি পুলিশের একটি সূত্র সমাজকালকে জানায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় শামীম শেখ দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ছিলেন। অভিযোগগুলো নিয়ে পুলিশ গত কয়েক মাস ধরে নজরদারি ও তথ্য সংগ্রহ করছিল।
গ্রেপ্তারের পর সোমবার রাতেই শামীম Sheikh-কে ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে যাওয়া হয়, যেখানে সংশ্লিষ্ট আদালতে তাকে হাজির করা হবে বলে জানায় ডিবি।
ডিবি কর্মকর্তাদের ভাষ্য, শামীম শেখকে আটক করার পর মামলাগুলোর তদন্ত নতুন গতি পেয়েছে। এদিকে স্থানীয় পর্যায়ে বিষয়টি রাজনৈতিক ও সামাজিকভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
