মুশফিকের শততম টেস্ট: বিনামূল্যে দেখার সুযোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:২১, ১৮ নভেম্বর ২০২৫
ফাইল ছবি
আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট। ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে মুশফিকুর রহিমের শততম টেস্টকে ঘিরে। কারণ এই ম্যাচের মধ্য দিয়েই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক ছোঁবেন মুশফিক।
এই ঐতিহাসিক মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে ম্যাচটি বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সুযোগ সবার জন্য নয়- কেবল শিক্ষক-শিক্ষার্থীদের জন্য।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য জানিয়েছে।
বিসিবি জানায়, দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থীরা বিনা টিকিটেই স্টেডিয়ামে প্রবেশ করে ম্যাচ দেখতে পারবেন। প্রবেশের সময় শুধু নিজেদের প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র দেখালেই হবে।
ম্যাচ দেখতে ইচ্ছুক শিক্ষক–শিক্ষার্থীদের মিরপুর স্টেডিয়ামের ৫ নম্বর গেট ব্যবহার করতে হবে। নিয়ম অনুযায়ী বাইরে থেকে কোনো খাবার, পানির বোতল বা নিষিদ্ধ দ্রব্য নিয়ে মাঠে ঢোকা যাবে না।
মুশফিকের মাইলফলক
দ্বিতীয় টেস্টটি মুশফিকুর রহিমের শততম ম্যাচ হওয়ায় আগামীকাল মিরপুর স্টেডিয়ামে দেখা যেতে পারে মুশফিক ভক্তদের ভীড়। শততম টেস্টকে সামনে রেখে আজ অনুশীলনে ব্যস্ত সময় কাটান মুশফিক। দলীয় সতীর্থ, তরুণ ক্রিকেটার ও অনুরাগীদের কাছ থেকে পেয়েছেন শুভেচ্ছাও।
সিরিজ জয়ের সামনে বাংলাদেশ
সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামীকাল সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া মিরপুর টেস্টে জয় পেলে ২–০ ব্যবধানে সিরিজ জিতবে দল।
