মহানগর পিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৮, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৩০, ১৮ নভেম্বর ২০২৫
ককটেল। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে প্রসিকিউশনের অফিসের তিনতলা পর্যন্ত কাদা ছিঁটকে পড়ে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, বিকেলে বিকট শব্দে একটি ককটেলসদৃশ বোমা বিস্ফোরিত হয়। পাশেই ড্রেন ছিল, প্রসিকিউশনের অফিসের তিনতলা পর্যন্ত কাদা ছিঁটকে পড়েছে। ককটেলটি খুব শক্তিশালী ছিল।
তবে ককটেলের বিষয় অস্বীকার করেছে কোতোয়ালি থানা পুলিশ। থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, একটি আতশবাজি ফুটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
এদিকে রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে কার্টনে মোড়ানো ছয়টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর সাড়ে ১২টার দিকে দারুস সালামের বন্ধনবাড়ি এলাকার ১০/১/বি বাসার সিঁড়ির নিচ থিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে সেগুলোকে একটি ফাঁকা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে।
