মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার অনুরোধ এনসিএসএর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৮, ১৮ নভেম্বর ২০২৫

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার অনুরোধ এনসিএসএর

দণ্ডিত বা পলাতক কোনো ব্যক্তির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। সোমবার গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।

এনসিএসএ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কয়েকটি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। সংস্থাটির দাবি, এসব বক্তব্যে সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর আহ্বান বা নির্দেশনা রয়েছে, যা সামাজিক স্থিতিশীলতা ব্যাহত করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ৮(২) অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দেশের অখণ্ডতা, নিরাপত্তা, জনশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করতে পারে এমন ডিজিটাল কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষমতা রাখে।

এ ছাড়া অধ্যাদেশের ধারা ২৬ (১)–এ উল্লেখ আছে—‘ছদ্ম পরিচয়’ বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা উসকে দেওয়া বক্তব্য প্রকাশ বা প্রচার করা অপরাধ। ধারা ২৬ (২)–এ এর সর্বোচ্চ শাস্তি দুই বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে।

এনসিএসএ জানায়, সংস্থাটি সাংবাদিকতার স্বাধীনতাকে সম্মান করে। তবুও দণ্ডিত আসামিদের যেকোনো উসকানিমূলক বা সহিংসতামূলক বক্তব্য প্রচার করা থেকে গণমাধ্যমকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে আইনি দায়বদ্ধতা বিবেচনায় রাখার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত
নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা
অপরাধী হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ দিনে ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়ালো
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা
আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক