মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

আজাদের নতুন নেতা: কে এই রাজা ফয়সাল রাঠোর ? 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:৩৬, ১৮ নভেম্বর ২০২৫

আজাদের নতুন নেতা: কে এই রাজা ফয়সাল রাঠোর ? 

রাজা ফয়সাল মুমতাজ রাঠোর, ছবি: পি নিউজ


আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজা ফয়সাল মুমতাজ রাঠোরকে অঞ্চলটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনিই এখন এজেকের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

রাজা ফয়সাল রাঠোর জন্ম ১৯৭৮ সালের ১১ এপ্রিল, রাওয়ালপিন্ডিতে। জন্মের সময়ই তিনি ছিলেন এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার। তার মা বেগম ফারহাত রাঠোর তখন এজেকের আইনসভার সদস্য। আর বাবা রাজা মুমতাজ হুসেন রাঠোর ছিলেন আজাদ কাশ্মীর সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী। পরবর্তীতে তার বাবা ১৯৯০ সালে এজেকের প্রধানমন্ত্রী, ১৯৯১ সালে বিরোধীদলীয় নেতা, ১৯৯৬ সালে আইনসভার স্পিকার এবং ১৯৯৮ সালে পুনরায় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।

রাঠোর পরিবার পিপিপির আজাদ কাশ্মীরে অন্যতম প্রতিষ্ঠাতা রাজনৈতিক ঘরানা হিসেবে পরিচিত। তার মা বেগম ফারহাত পিপিপির মহিলা উইংয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফয়সাল রাঠোর রাওয়ালপিন্ডিতে প্রাথমিক শিক্ষা শেষ করে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পারিবারিক রাজনীতির উত্তরাধিকার নিয়েই তিনি মাঠে নামেন—২০০৬ সালে এলএ–১৭ হাভেলি কাহুটা আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করেন।

২০১১ সালে পিপিপির টিকিটে প্রথমবার আইনসভার সদস্য নির্বাচিত হয়ে তিনি চৌধুরী আবদুল মজিদের মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০১৭ সালের ২৩ মার্চ তাকে পিপিপি আজাদ কাশ্মীরের সাধারণ সম্পাদক করা হয়—এ পদে তিনি এখনও দায়িত্ব পালন করছেন।

২০২১ সালের নির্বাচনে তিনি পুনরায় এমএলএ নির্বাচিত হন এবং বিরোধীদলে সক্রিয় ভূমিকা পালন করেন।

২০২৩ সালে চৌধুরী আনোয়ারুল হকের নেতৃত্বাধীন জোট সরকারে স্থান পেয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী হন তিনি। একই সঙ্গে আওয়ামী অ্যাকশন কমিটির সঙ্গে সরকারের আলোচনা কমিটির নেতৃত্ব দেন।

রাজনৈতিক মহলে ফয়সাল রাঠোর পরিচিত সমঝোতাপ্রবণ, নরমস্বভাব ও বিতর্কবিমুখ নেতা হিসেবে। রাজনৈতিক ও সামরিক উভয় মহলেই তার ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। জনগণের মধ্যেও তিনি সমান জনপ্রিয়।

জাতীয় গণমাধ্যমেও তার অভিজ্ঞতা রয়েছে—এক সময়ে তিনি বেসরকারি টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো–জারদারি ও সিনিয়র নেতা ফারিয়াল তালপুরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তিনি পরিচিত।

পার্টির আদর্শিক ও মধ্যবিত্তপন্থী অংশের প্রতিনিধিত্বকারী রাজা ফয়সাল রাঠোর এখন এজেকের ১৬তম প্রধানমন্ত্রী। বয়সের হিসাবে তিনি বর্তমানে আজাদ জম্মু ও কাশ্মীরের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন—যা এজেকের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত
নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা
অপরাধী হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ দিনে ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়ালো
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা
আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল