টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:৪২, ১৮ নভেম্বর ২০২৫
হলিউড তারকা টেড ড্যানসন। ছবি: সংগৃহীত
হলিউড তারকা টেড ড্যানসন মনে করেন—বয়স শুধু সংখ্যা, আর জীবনের আনন্দ তৈরি করতে হয় নিজেকেই। ৭৭ বছর বয়সেও তিনি কাজ, কৌতূহল আর নতুন শখে জীবনকে রঙিন করে রেখেছেন।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ এ ম্যান অন দ্য ইসাইড –এ অবসরপ্রাপ্ত হয়ে প্রাইভেট ইনভেস্টিগেটর হওয়া চার্লস নিয়ুভেনডাইক চরিত্রে আবার ফিরেছেন তিনি। পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানসন জানিয়েছেন, ৭০–এ পা দিয়ে একসময় ভেবেছিলেন ‘ধীরে চলা উচিত’; কিন্তু এখন তার উল্টো।
ড্যানসন বলেন—“৭০–এ ভেবেছিলাম ধীরে চলব। এখন নিজেকেই বলি—গ্যাস প্যাডেল চেপে ধরো, কৌতূহলী থাকো, বাইরে বের হও, আশাবাদী থাকো।”
তার মতে, ইতিবাচক মনোভাব শুধু ভালো কাজই নয়, স্বাস্থ্য, শক্তি আর আনন্দ—সবকিছুতেই উপকার করে।
তিনি বলেন. “জীবন যে কোনো বয়সেই মজা হতে পারে, নিজেকেই সেই পথ তৈরি করতে হয়।”
উডি হ্যারেলসনের সঙ্গে নতুন শখ: পডকাস্ট। নতুন কিছু শেখা ও সক্রিয় থাকার অংশ হিসেবে টেড ড্যানসন বন্ধু উডি হ্যারেলসন–এর সঙ্গে শুরু করেছেন এভরিবডি নোজ ইওর নেইম নামের একটি পডকাস্ট।
তিনি জানান—নতুন শখ পেয়েছি—উডির সঙ্গে পডকাস্ট করা। ১৫০টির মতো এপিসোড করেছি। এমন অনেক মানুষের সঙ্গে কথা বলতে পারছি, যাদের সঙ্গে সাধারণত পার্টিতে গেলেও কথা বলা হতো না।
২০ নভেম্বর আসছে ‘এ ম্যান অন দ্য ইনসাইড’ সিজন–২
ড্যানসনের বাস্তব জীবনের স্ত্রী মেরি স্টিনবার্গেনও সিরিজটিতে তার প্রেমিকা ‘মোনা’ চরিত্রে অভিনয় করছেন। দর্শকপ্রিয় এই ক্রাইম–কমেডি সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর।
