আরিয়ানাকে লালগালিচায় জড়িয়ে ধরা ৯ দিনের কারাদণ্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৩৬, ১৮ নভেম্বর ২০২৫
সিঙ্গাপুরে জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে-অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘উইকড: ফর গুড’–এর প্রিমিয়ারে ঘটলো এক অবাক করা ঘটনা। লালগালিচায় হাঁটতে থাকা আরিয়ানাকে হঠাৎ দৌড়ে এসে জড়িয়ে ধরেন এক ভক্ত। নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে এমন দুঃসাহসিক কাণ্ডের পর ২৬ বছর বয়সী ওই অস্ট্রেলীয় নাগরিক জনসন ওয়েনকে গ্রেপ্তার করে সিঙ্গাপুর পুলিশ। পরবর্তীতে আদালত তাকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়—আরিয়ানা সহশিল্পীদের সঙ্গে লালগালিচা দিয়ে হাঁটার সময় হঠাৎ জনসন ওয়েন দ্রুত এগিয়ে এসে তার গলায় হাত রেখে জড়িয়ে ধরেন। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়েন সহ-অভিনেত্রী সিন্থিয়া এরিভো। নিরাপত্তারক্ষীরাও দ্রুত এসে ওয়েনকে আটক করেন। ঘটনার আকস্মিকতায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে।
ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে সমালোচনা তৈরি হয়। জানা যায়, জনসন ওয়েনের এমন অনুপ্রবেশ আচরণ নতুন নয়। এর আগে তিনি কেটি পেরি, দ্য উইকেন্ড ও দ্য চেইনস্মোকার্স–এর কনসার্টেও মঞ্চে উঠে পড়েছিলেন।
বিবিসি নিউজ জানিয়েছে, সিঙ্গাপুরের আদালত বলেছে—ওয়েন প্রিমিয়ারে দুই দফা অনুপ্রবেশের চেষ্টা করেন। প্রথমবার তাকে আটকে দেওয়া হলেও তিনি আবারও ঢোকার চেষ্টা করেন। পরে তাকে গ্রেপ্তার করে ‘জনসাধারণকে উপদ্রব সৃষ্টি’ করার অভিযোগে মামলা করা হয়। আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকার করেন তিনি।
ঘটনার পর আরিয়ানা গ্র্যান্ডে মানসিকভাবে কিছুটা বিচলিত হলেও সহশিল্পীদের সান্ত্বনায় পরিস্থিতি সামাল দেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
