হাসপাতাল থেকে বাসায় ফিরলেন হাসান মাসুদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২০, ১৮ নভেম্বর ২০২৫
মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন হাসপাতালে কাটানোর পর বাসায় ফিরলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও টিভি ব্যক্তিত্ব হাসান মাসুদ। গত শনিবার (১৫ নভেম্বর) চিকিৎসকদের পরামর্শে তাকে বাসায় নেওয়া হয়—বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) রাতে সমাজকালকে তিনি বলেন,“আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছি। এখন চলাফেরা করতে অসুবিধা হচ্ছে না। আগামীকাল আমার ছেলের চাকরির পরীক্ষা, সবার দোয়া চাই।”
গত ২৮ অক্টোবর রাতে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি শুরু হলে তাকে দ্রুত ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থতার দিকে ফেরেন তিনি।
‘তেল ছাড়া পরোটা’ ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর আবার ক্যামেরার সামনে ফিরেছিলেন হাসান মাসুদ। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে সিরিজটির শুটিং আপাতত বন্ধ রয়েছে বলে জানা গেছে। সুস্থ হয়ে দ্রুত কাজ ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
দেশের ছোট পর্দায় একসময় একের পর এক জনপ্রিয় নাটক দিয়ে দর্শকপ্রিয়তা পাওয়া হাসান মাসুদ এখনো বিশেষ খ্যাতি নিয়ে কাজ করেন। তার হঠাৎ অসুস্থতা ভক্তদের মধ্যে দুশ্চিন্তার কারণ হলেও এখন তিনি অনেকটাই সুস্থ—এ খবর জানিয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
