মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬:৩৫, ১৮ নভেম্বর ২০২৫

মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু

প্লেব্যাক গায়ক ও ‘ভয়েস অফ উড়িশা সিজন–২’র বিজয়ী হুমানি সাগর। ছবি: সংগৃহীত

উড়িশার সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় প্লেব্যাক গায়ক ও ‘ভয়েস অফ উড়িশা সিজন–২’র বিজয়ী হুমানি সাগর মাত্র ৩৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন। ১৭ নভেম্বর, সোমবার রাতে ভুবনেশ্বর এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতালের শ্রীকান্ত বেহেরা নামে চিকিৎসক জানান, গায়ককে ১৪ নভেম্বর ভর্তি করা হয়। শুরু থেকেই তার অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটজনক।
তিনি ভুগছিলেন—বাইল্যাটেরাল নিউমোনিয়া,অ্যাকিউট ক্রনিক লিভার ফেলিওর,মাল্টি অর্গ্যান ডিসফাংশন সিন্ড্রোম,তীব্র শ্বাসকষ্টজনিত জটিলতাতে।

এক্সপার্ট টিম গঠন করে চিকিৎসা চালানো হলেও ২৪ ঘণ্টার বেশি সময় কোনও উন্নতি দেখা যায়নি। অবশেষে ১৭ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে জীবনাবসান ঘটে।

উড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে লিখেছেন—“হুমানি সাগরের মৃত্যু আমাদের সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারকে সমবেদনা জানাই। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।”
শোক জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বিজেপি নেতা বৈজয়ন্ত পান্ডাও।

১৯৯০ সালের ২৫ নভেম্বর উড়িশায় জন্মগ্রহণ করা হুমানি সাগর ‘ইশক তু হি তু’ ছবির মাধ্যমে প্লেব্যাক গানে আত্মপ্রকাশ করেন। অল্প সময়ে ওড়িয়া গানের জগতে তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন। তিনি হিন্দিতেও একটি অ্যালবাম প্রকাশ করেন।
২০১৭ সালে তিনি সহ-প্রতিযোগী শ্রিয়া মিশ্রকে বিয়ে করেন। তাদের রয়েছে এক কন্যাসন্তান।

মৃত্যুর পর পুরনো ঝামেলা ফের আলোচনায়

গায়কের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে হুমানি–শ্রিয়ার পুরনো কলহের ভিডিও। এক সাক্ষাৎকারে স্ত্রী শ্রিয়া অভিযোগ করেছিলেন—

হুমানি তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন,

তাঁকে ধর্ম পাল্টাতে চাপ দিতেন,

বিবাহবহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন বলে দাবি করেছিলেন তিনি।

তবে বছর দুয়েক আগে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাঁরা সম্পর্কের জটিলতা মেটান বলেও জানা যায়।

সুরলোকের পথে যাত্রা

মাত্র ৩৪ বছর বয়সে এমন প্রতিভাবান শিল্পীর আকস্মিক প্রয়াণে ওড়িশার সাংস্কৃতিক অঙ্গন স্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে শ্রদ্ধা আর শোকের বার্তা। ওড়িয়া সংগীত জগতে এক বড় শূন্যতা সৃষ্টি করে বিদায় নিলেন হুমানি সাগর।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর
রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন
মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু
বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান
রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামো তৈরি করে দেবে সরকার
অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কত সম্পদ শেখ হাসিনার
আদনান আল রাজীবের নতুন বিজ্ঞাপনে শাকিব খান
চূড়ান্ত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার
ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হলো