ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৪, ১৮ নভেম্বর ২০২৫
ধানমন্ডি ৩২ নম্বর থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হলেও এখনও সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন। ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ির সামনে আনা এক্সকাভেটর মঙ্গলবার দুপুরের মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের দিন বিক্ষোভকারীরা এক্সকাভেটর নিয়ে ওই এলাকায় জড়ো হলেও আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় ভেতরে প্রবেশ করতে পারেনি।
মঙ্গলবার সকাল থেকে ধানমন্ডি ৩২–এ দেখা যায়, বিক্ষোভকারীরা আনা এক্সকাভেটর সরিয়ে নেওয়া হয়েছে এবং পুরো এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও কড়া নিরাপত্তা বজায় রয়েছে। বঙ্গবন্ধুর বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করে। রায়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আলা–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পরদিন বিকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ধানমন্ডি ৩২–এ। বিক্ষোভকারীরা দুটি এক্সকাভেটর নিয়ে বঙ্গবন্ধুর বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। এ সময় দফায় দফায় ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাত ১০টার দিকে বিক্ষোভকারীরা সরে যায়।
বর্তমানে এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। পরিস্থিতি শান্ত থাকলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
