মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৭, ১৮ নভেম্বর ২০২৫

রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: ফাইলফটো

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, রোজার আগে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে চাল ও গম আমদানির ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে এলসি খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ‘আগের তুলনায় নমনীয়’ আচরণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন,‘রমজানে পণ্যের দাম যাতে না বাড়ে, বরং নিয়ন্ত্রিত থাকে—সে লক্ষ্যেই এখন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’

সচিবালয়ে আলোচনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন এবং কক্সবাজার–দোহাজারি রেল প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা।

পুলিশের জন্য বডি ক্যামেরা ক্রয় প্রসঙ্গে তিনি বলেন, বডি ক্যামেরা কেনা হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। প্রাথমিক প্রস্তাবে ৪০ হাজার ক্যামেরা কেনার কথা থাকলেও পরবর্তীতে সেই সংখ্যা কমানো হচ্ছে। পাশাপাশি আনসার বাহিনীতে যুক্ত হবে ১৭ হাজার শটগান, যা খুবই স্বল্পমূল্যে কেনা হবে বলে জানান সালেহউদ্দিন।

আইএমএফ বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন,‘আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি। আমাদের সার্বিক অগ্রগতিতে তারা মোটামুটি সন্তুষ্ট।’

সরকারের অর্থনৈতিক প্রস্তুতি, বাজার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সরঞ্জাম কেনায় স্বচ্ছতা—সবকিছুর উপরই সরকারের নজর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর
রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন
মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু
বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান
রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামো তৈরি করে দেবে সরকার
অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কত সম্পদ শেখ হাসিনার
আদনান আল রাজীবের নতুন বিজ্ঞাপনে শাকিব খান
চূড়ান্ত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার
ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হলো