রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩৭, ১৮ নভেম্বর ২০২৫
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: ফাইলফটো
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, রোজার আগে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে চাল ও গম আমদানির ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে এলসি খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ‘আগের তুলনায় নমনীয়’ আচরণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন,‘রমজানে পণ্যের দাম যাতে না বাড়ে, বরং নিয়ন্ত্রিত থাকে—সে লক্ষ্যেই এখন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’
সচিবালয়ে আলোচনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন এবং কক্সবাজার–দোহাজারি রেল প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা।
পুলিশের জন্য বডি ক্যামেরা ক্রয় প্রসঙ্গে তিনি বলেন, বডি ক্যামেরা কেনা হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। প্রাথমিক প্রস্তাবে ৪০ হাজার ক্যামেরা কেনার কথা থাকলেও পরবর্তীতে সেই সংখ্যা কমানো হচ্ছে। পাশাপাশি আনসার বাহিনীতে যুক্ত হবে ১৭ হাজার শটগান, যা খুবই স্বল্পমূল্যে কেনা হবে বলে জানান সালেহউদ্দিন।
আইএমএফ বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন,‘আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি। আমাদের সার্বিক অগ্রগতিতে তারা মোটামুটি সন্তুষ্ট।’
সরকারের অর্থনৈতিক প্রস্তুতি, বাজার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সরঞ্জাম কেনায় স্বচ্ছতা—সবকিছুর উপরই সরকারের নজর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
