নভেম্বরে ১৫ দিনে দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৫, ১৬ নভেম্বর ২০২৫
প্রবাসী রেমিট্যান্স। ছবি: সংগৃহীত
চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে দেড় বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ১৫ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যার আর্থিক মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১৮ হাজার ৫৭১ কোটি।
তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার, যা টাকায় প্রায় ১,২৩৮ কোটি। সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়লেও নভেম্বরের প্রথমার্ধের এই ত্বরান্বিত প্রবাহ বিশেষ নজর কাড়ছে।
বিশ্লেষকদের মতে, হুন্ডি প্রতিরোধে কঠোর মনিটরিং, ব্যাংকগুলোর তাৎক্ষণিক নগদ প্রণোদনা প্রদান এবং উৎসব-পূর্ব সময়ে প্রবাসী আয় বৃদ্ধির প্রবণতার কারণে রেমিট্যান্সে ইতিবাচক গতি ফিরেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে—রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পেয়েছে প্রায় ৩৫ কোটি ডলার,বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংক পেয়েছে ১৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার,বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে প্রায় ১০০ কোটি ডলার ও বিদেশি ব্যাংকগুলো পেয়েছে ২৯ লাখ ডলার।
এই বণ্টন দেখাচ্ছে যে বেসরকারি ব্যাংকগুলো এখনও রেমিট্যান্স প্রবাহের সবচেয়ে বড় মাধ্যম।
২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ১০ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১,১২৫ কোটি ডলার। আগের বছরের একই সময়ে প্রবাহ ছিল ৯৭৫ কোটি ডলার। অর্থাৎ, প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ—যা বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স—
জুলাই: ২৪৭.৭৮ কোটি ডলার
আগস্ট: ২৪২.১৯ কোটি
সেপ্টেম্বর: ২৬৮.৫৮ কোটি
অক্টোবর: ২৫৬.৩৫ কোটি
এদিকে, ২০২৪–২৫ অর্থবছরে রেমিট্যান্সে সর্বোচ্চ প্রবাহ ছিল মার্চ মাসে—৩২৯ কোটি ডলার, যা ছিল ওই বছরের রেকর্ড।
প্রথম ১৫ দিনের প্রবাহই যখন ১.৫২ বিলিয়ন ডলার, তখন পুরো মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের ঘর ছাড়াতে পারে—এমনই ধারণা বিশ্লেষকদের। অক্টোবরের তুলনায় নভেম্বরের প্রথমার্ধেই ২৫–৩০% গতি বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন,“রেমিট্যান্স প্রবাহে এই ধারাবাহিক উন্নতি অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে এবং আমদানি চাপ কিছুটা হলেও কমাবে।”
