পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪০, ১৬ নভেম্বর ২০২৫
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড। ছবি: সংগৃহীত
দুই মাস ১৩ দিনের মাথায় আবারও দিনাজপুরের পার্বতীপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ১০ টি ঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৪নভেম্বর) বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর সরদারপাড়া গ্রামের ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৩নং রামপুর ইউনিয়ন পরিষদ এর (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান একরামুল হক বলেন, ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে প্রকল্পের ১০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) সকালে রামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাল, ডাল, পিয়াজ, তেল, আলু খাদ্য সামগ্রী দেয়া হবে। খবর পেয়ে সন্ধ্যায় বদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থদের দাবী করছে, সর্ট সার্কিট অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এব্যাপারে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদ হুসাইন রাজু বলেন, পার্বতীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে তিনটি করে কম্বল ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাত দেড়টায় পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দেউল গরুর ডাঙ্গা আবাসন প্রকল্পে ১০টি ঘর ভস্মীভূত হয়।
