কয়লা উত্তোলনে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ক্ষতিপূরণ চায়
পাতরাপারা বসতবাড়ি রক্ষা কমিটি বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলনে কম্পন, ধস ও ফাটল, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ক্ষতিপূরণ চায়। এই দাবিতে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া বাজারে বসতবাড়ি রক্ষা কমিটি এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে। কমিটির সভাপতি নুর মোহাম্মাদ আবুল কালাম আজাদের নেতৃত্বে সংবাদ সম্মেলনে পাতার গ্রামের প্রায় ৩ শতাধিক পরিবারের নারীপুরুষ অংশগ্রহণ করেন।