আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালন করল পার্বতীপুর
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫:১৯, ১৩ অক্টোবর ২০২৫

‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে পার্বতীপুরে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এইবারের প্রতিপাদ্য ছিল ‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ।
আজ সোমবার বেলা ১২টায় উপজেলা সভাকক্ষে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন। সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ছানাউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. নাজিম উদ্দীন সরকার, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম মো. জহুরুল ইসলাম, পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাইল কবির ও উপজলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি মো. রাসেল মন্টু প্রমুখ। বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্তরে দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহরা প্রদর্শন করা।