খাগড়াছড়ির মাইনী নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৪:৩৬, ১৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক পাহাড়ি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারিপাড়া এলাকা থেকে লাশটি ভেসে উঠতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানকে বিষয়টি জানায়। এরপর তাদের মাধ্যমে খবর পেয়ে দীঘিনালা থানা-পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, “নিহত যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি সন্দেহজনক মৃত্যু বলেই মনে হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
নিহতের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
স্থানীয়দের মাঝে ঘটনাটি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ধারণা করছেন, এটি নিখোঁজ কোনো ব্যক্তির লাশ হতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।