বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ২০:৪৩, ১৪ অক্টোবর ২০২৫

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী দুটি পৃথক অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৩ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিডি-১৯ এর দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল মিজানের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে ধানক্ষেতের ভেতর দিয়ে আসতে দেখা যায়।

টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা রঙিন কাপড়ে মোড়ানো একটি পোটলা ফেলে নাফ নদী পেরিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে পোটলাটি তল্লাশি করে ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপর মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে হ্নীলা বিওপি’র রাডারে মিয়ানমার দিক থেকে দুজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা জালিয়াপাড়া সুইচ গেইট এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করে। একপর্যায়ে একজন চোরাকারবারী কাছে এলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তি হাতে থাকা কালো প্লাস্টিকের ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে ৪০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, “পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু