শ্বশুরবাড়িতে আওয়ামী লীগ নেত্রীর রহস্যজনক মৃত্যু
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৬, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৫৪, ১৪ অক্টোবর ২০২৫

বরিশালের সদর রোডের একটি বাসা থেকে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর অশ্বিনী কুমার হলসংলগ্ন ওই বাসা থেকে উদ্ধার করা হয় শারমিন মৌসুমী কেকার (৪৫) মরদেহ। তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।
কেকা বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরণ আহমেদ মিঠুর স্ত্রী ও ঝালকাঠি পৌরশহরের চাঁদকাঠি এলাকার সিকান্দার কবিরের মেয়ে। ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাত ৯টার দিকে কেকার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়েছে। লাশে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা কেকার মরদেহ উদ্ধার করে। তখন কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
ঘটনাস্থলে উপস্থিত কেকার স্বজনরা অভিযোগ করেন, শ্বশুরবাড়ির সদস্যরাই তাকে হত্যা করেছে এবং মৃত্যুর খবর গোপন করার চেষ্টা করেছে।
এক স্বজন জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন রুমের সামনে লিটু রামদা হাতে বসে আছে এবং কাউকে ঢুকতে দিচ্ছে না। পুলিশ আসার পরই রুমে প্রবেশ সম্ভব হয়। কেকার পরিবার এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
ওসি মিজানুর রহমান বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।