এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ছাত্রদল নেতা নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৭, ১৪ অক্টোবর ২০২৫

যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মুন্সীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আহমেদ রোমান (৩২) — মাদারীপুরের শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে, এবং মুজিবুল হক দুর্জয় (৩২) — পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের নেতা ও বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “রাত ১১টার দিকে রাজধানী থেকে মাদারীপুরের দিকে ফেরার পথে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান।”
আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। নিহতদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।
স্বজনরা জানান, ব্যক্তিগত কাজ শেষে আহমেদ রোমান ও মুজিবুল হক দুর্জয় একসঙ্গে মোটরসাইকেলে করে শিবচরের উদ্দেশে রওনা হয়েছিলেন। দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় পৌঁছাতেই কাভার্ডভ্যানের পেছনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ বলেন, “রোমান ও দুর্জয় দুজনই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা একসঙ্গে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন। তাদের এমন আকস্মিক মৃত্যুতে পুরো উপজেলা ছাত্রদল পরিবার শোকাহত।”
এ ঘটনায় স্থানীয়ভাবে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই ছাত্রদল নেতার স্মরণে দলীয় ও সামাজিক সংগঠনগুলো শোকবার্তা জানিয়েছে এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।