শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩:২৫, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৫১, ৪ অক্টোবর ২০২৫

পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে পুনরায় সচল হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। শনিবার (৪ অক্টোবর) দুপুরে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ফের শুরু হয়।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, দুর্গাপূজাকে ঘিরে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তিনি বলেন, “আজ শনিবার দুপুর ১২টা থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ভারতীয় ট্রাকগুলো প্রবেশ করছে, মালামাল খালাসও শুরু হয়েছে।”

বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। দীর্ঘ ছুটিতে স্থবির থাকা শ্রমিক, পণ্যবাহক ও ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পূজার ছুটি শেষ হওয়ায় এখন থেকে নিয়মিতভাবে পণ্য আমদানি-রপ্তানি চলবে।

এদিকে পূজার আগে থেকেই হিলি স্থলবন্দর এলাকায় কয়েক কোটি টাকার পণ্য আটকে ছিল। কার্যক্রম শুরু হওয়ায় তা দ্রুত খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ আশা করছে, আগামী কয়েক দিনে লেনদেনের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, “ছয় দিন বন্দর বন্ধ থাকায় আমরা অনেক ক্ষতির মুখে পড়েছিলাম। আজ থেকে কাজ শুরু হওয়ায় সবাই নতুন উদ্যমে নেমেছি।”

বন্দর শ্রমিক সমিতির এক সদস্য জানান, পূজার ছুটিতে অনেকে গ্রামের বাড়ি গিয়েছিলেন। শনিবার সকাল থেকে তারা আবার কাজে যোগ দিয়েছেন, ফলে বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০টি ভারতীয় ট্রাক পণ্য নিয়ে আসে এবং সমপরিমাণ ট্রাক পণ্য রপ্তানি হয় বাংলাদেশ থেকে ভারতে। চাল, পেঁয়াজ, ফল, পাথর, ডাল, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য ও নির্মাণসামগ্রী এই বন্দরের প্রধান আমদানি-রপ্তানি পণ্য।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন