বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

বেকার ২০ হাজার কর্মী

‘ইউএসএইডের অর্থায়ন কমায় বন্ধ শতাধিক এনজিও প্রকল্প’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৬:০৯, ১৬ অক্টোবর ২০২৫

‘ইউএসএইডের অর্থায়ন কমায় বন্ধ শতাধিক এনজিও প্রকল্প’

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইড-এর সহায়তায় পরিচালিত শতাধিক এনজিও প্রকল্প বন্ধ হয়ে গেছে। এর ফলে ২০২৫ সালে প্রায় ২০ হাজার কর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে নাগরিক সমাজভিত্তিক সংগঠন গণসাক্ষরতা অভিযান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থার নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়—
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, কোভিড-পরবর্তী সংকট, জলবায়ু পরিবর্তন ও চলমান যুদ্ধবিগ্রহের কারণে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী এবং উন্নয়ন সহযোগীদের বৈদেশিক সহায়তা তহবিলে বড় পরিবর্তন এসেছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিওগুলোর উন্নয়ন কর্মসূচি ও মানবিক সহায়তা প্রকল্পে।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘শুধুমাত্র ইউএসএইডের সহায়তায় পরিচালিত ১০০টিরও বেশি প্রকল্প বন্ধ হওয়ার কারণে চলতি বছর প্রায় ২০,০০০ কর্মী তাদের চাকরি হারিয়েছেন। এ ছাড়া আরও অনেক এনজিওর কার্যক্রম স্থবির বা আংশিকভাবে বন্ধ হয়ে গেছে।’

এই প্রেক্ষাপটে চলমান অর্থায়ন সংকট মোকাবিলায় সম্ভাব্য সমাধান, করণীয় ও কৌশল নির্ধারণের উদ্দেশ্যে আগামী ১৮ অক্টোবর (শনিবার) সকাল ১১টায়, ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে এক মতবিনিময় সভা আয়োজন করেছে গণসাক্ষরতা অভিযান।

‘বৈশ্বিক ও অন্যান্য কারণে সৃষ্ট অর্থায়ন সংকটের প্রেক্ষিতে বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, প্রাইভেট সেক্টর, গণমাধ্যম, এবং দেশের বিভিন্ন অঞ্চলের দেড় শতাধিক সহযোগী সংগঠনের প্রতিনিধি অংশ নেবেন।

রাশেদা কে চৌধুরী বলেন, ‘এই সংকট শুধু কর্মসংস্থান নয়, বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার ধারা ও নাগরিক অধিকারভিত্তিক আন্দোলনের স্থায়িত্বের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
 

আরও পড়ুন