নেপালে আধা-প্রক্রিয়াজাত পাটপণ্য রপ্তানির পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৫, ১৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশ কাঁচাপাট রপ্তানি না করে এবার নেপালে আধা-প্রক্রিয়াজাত (সেমি-ফিনিশড) পাটপণ্য রপ্তানির উদ্যোগ নিচ্ছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কাঁচাপাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা এখন কাঁচাপাটের পরিবর্তে উচ্চমানের ও পরিবেশবান্ধব আধা-প্রক্রিয়াজাত পাটপণ্য রপ্তানি করতে চাই। এতে নেপালসহ উভয় দেশই লাভবান হবে।’
তিনি আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে টেকসই ও প্রতিযোগিতামূলক সেমি-ফিনিশড জুট পণ্য উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে। নেপাল যদি এই পণ্য আমদানি করে, তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘনিষ্ঠতা আরও বাড়বে।
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, ‘নেপালে বর্তমানে ১১টি জুটমিল কার্যক্রম চালাচ্ছে। এই মিলগুলো বাংলাদেশ থেকে কাঁচাপাট আমদানির ওপর নির্ভরশীল। সম্প্রতি কাঁচাপাট রপ্তানি বন্ধ থাকায় মিলগুলো কিছুটা সমস্যার মুখে পড়েছে।’
রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি কাঁচাপাট রপ্তানির অনুমতি শিথিল করার অনুরোধ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের পাটখাতভিত্তিক সহযোগিতা আরও সুসংহত হবে।
বাংলাদেশ ও নেপালের মধ্যে বর্তমানে বার্ষিক বাণিজ্য আকার প্রায় ৭ কোটি ডলারের মতো। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে এই পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।