‘আমার দেশ, আমার আশা-দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’
ঢাকায় শুরু জাতীয় ফার্নিচার মেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৬, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:১৩, ১৪ অক্টোবর ২০২৫

দেশের আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর নান্দনিক ও টেকসই আসবাবসামগ্রী নিয়ে রাজধানীতে শুরু হয়েছে জাতীয় ফার্নিচার মেলা। আজ মঙ্গলবার থেকে কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া এই ২০তম জাতীয় ফার্নিচার মেলা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় আইসিসিবির রাজদর্শন হলে এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার। পার্টনার হিসেবে থাকছে অ্যাকসেস ইনফোটেক।
আয়োজকেরা জানান, দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় এই আয়োজন চলছে কনভেনশন সেন্টারটির গুলনকশা (হল-১), পুষ্পগুচ্ছ (হল–২) ও রাজদর্শন (হল–৩) হলে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশীয় ফার্নিচার শিল্প দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। এবারের মেলার মূল লক্ষ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করা।
মেলায় ৪৮টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি অংশ নিয়েছে। অংশগ্রহণকারীরা সর্বাধুনিক নকশা ও পণ্যের প্রদর্শনী করবে ২৭৮টি স্টলে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগ্যাল ও লেগাসি।
আজ মেলার উদ্বোধনী দিনে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পুরস্কার পায় ২০ শিশু। মোট পুরস্কারের অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা।
ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান বক্তব্য দেন।