ইইউ-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৫, ১২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রবিবার (১২ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছে।
বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর বিভিন্ন কূটনৈতিক প্রতিনিধি।
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। ইইউ’র সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এখন বাণিজ্য সম্ভাবনার সম্ভাব্যতা যাচাই ও বাণিজ্যিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ এবং ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তির দিকে অগ্রসর হতে চায়।”
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্যই সবচেয়ে কার্যকর মাধ্যম।” তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ঘাটতি রয়েছে, তবে উভয় পক্ষ যদি বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, তাহলে পারস্পরিক সমৃদ্ধি অর্জনের সুযোগ তৈরি হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা, জার্মান দূতাবাসের এনজা ক্রিস্টেন, ইতালির ফ্রেডরিকো জামপ্রেল্লি, সুইডেনের ইভা স্মেডব্রেগ এবং ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ ডেলিগেশনের ট্রেড এডভাইজর আবু সাইদ বেলাল।