২৪ ঘণ্টার ব্যবধানে আরেক দফা বাড়ল সোনার দাম
বুধবার থেকে ভরি ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৩, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:২৬, ১৪ অক্টোবর ২০২৫

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। একদিনের ব্যবধানে ভরিপ্রতি ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে এই মূল্যবান ধাতুটি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী—
- ২২ ক্যারেট স্বর্ণের ভরি: ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা
- ২১ ক্যারেট স্বর্ণের ভরি: ২ লাখ ৬ হাজার ৪০৫ টাকা
- ১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১ লাখ ৭৬ হাজার ৯৩৮ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১ লাখ ৪৮ হাজার ৭৪৪ টাকা
আগের দামের তুলনায় এটি দেশের স্বর্ণবাজারের সর্বোচ্চ বৃদ্ধি।
বাজুস জানায়, স্থানীয় বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় নিয়মিতভাবে দামের সমন্বয় করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২,৪৫০ ডলার অতিক্রম করেছে, যা স্থানীয় বাজারেও প্রভাব ফেলছে।
বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন এই মূল্য সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে কার্যকর হবে বলে বাজুস নিশ্চিত করেছে।