নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৫৬, ১৬ নভেম্বর ২০২৫
নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, ছবি: প্রেস উইং
ঢাকায় ২য় নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার সন্ধ্যায় তার সরকারি বাসভবন ‘যমুনা’-এ অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এ মাধ্যমে নারী কাবাডির সবচেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের যাত্রা শুরু হলো বাংলাদেশে।
বাংলাদেশ এবারই প্রথম নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিদিন অনুষ্ঠিত হবে ম্যাচ। ফাইনাল নির্ধারিত ২৪ নভেম্বর।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিশ্বকাপে অংশগ্রহণকারী অ্যাথলেট, কোচ ও প্রতিনিধিদের স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন—নারীদের আন্তর্জাতিক ক্রীড়ায় বাংলাদেশের অগ্রগতি এখন বিশ্বব্যাপী স্বীকৃত। তিনি সরকারের পক্ষ থেকে একটি “অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণাদায়ী এবং বিশ্বমানের টুর্নামেন্ট” উপহার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অনুপ্রবেশ ও সাফল্য একটি নতুন যুগের সূচনা করেছে, এবং এই আয়োজন তা আরও সুদৃঢ় করবে।
এবারের নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিচ্ছে—বাংলাদেশ, চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার।
টুর্নামেন্ট উপলক্ষে সরবরাহ, নিরাপত্তা, দলগুলোর আবাসন এবং দর্শকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কর্তৃপক্ষ জানিয়েছে, সব ব্যবস্থাই এখন পুরোপুরি প্রস্তুত।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার নারী ক্রীড়াবিদদের সক্রিয়ভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ বাড়িয়েছে।
তিনি উল্লেখ করেন—বাংলাদেশের মেয়েরা বিশ্বমঞ্চে বারবার প্রমাণ করেছে তারা সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। “তাদের সাফল্য দেশের জন্য গর্বের, আর পরবর্তী প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা,” যোগ করেন তিনি।
বিশ্বব্যাপী ক্রীড়ানুরাগীরা এই টুর্নামেন্টকে ঘিরে একত্রিত হচ্ছেন। মাঠের তীব্র প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক অ্যাথলেটদের মধ্যে সংস্কৃতি বিনিময়ও হবে এ বছরের আসরের বিশেষ বৈশিষ্ট্য।
