হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৪৪, ১৬ নভেম্বর ২০২৫
বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ছবি: সংগৃহীত
বলিউডের খলনায়ক চরিত্রে অভিনয় করে নিজস্ব নন্দনচর্চা নির্মাণ করা বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া আবারও সুস্থতার পথে। গত সপ্তাহে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা তার ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রে জটিলতা শনাক্ত করেন, যা মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে দেয় সিনেমাপ্রেমীদের মধ্যে।
পারিবারিক সূত্রে ভারতীয় গণমাধ্যমকে জানানো হয়—অবস্থা সংকটজনক হলেও চিকিৎসা সাড়া দেয় দ্রুত। কয়েক দিনের নিবিড় চিকিৎসার পর শনিবার (৮ নভেম্বর) প্রেম চোপড়া হাসপাতাল থেকে ছাড়পত্র পান এবং বাড়িতে ফিরেছেন। বর্তমানে তিনি স্থিতিশীল এবং চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।
চলতি বছরের সেপ্টেম্বরেই ৯০ বছরে পদার্পণ করেছেন এই কিংবদন্তি অভিনেতা। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে বলিউডে খলচরিত্রে অভিনয়কে তিনি এক অনন্য শিল্পে পরিণত করেন। ‘শরাভি’, ‘ববি’, ‘ত্রিশূল’, ‘কাটি পতঙ্গ’–সহ অসংখ্য ছবিতে তার সংলাপ, দাপুটে উপস্থিতি এবং অভিনয়বল সিনেমাপ্রেমীদের কাছে আজও পাঠ্যবইয়ের মতো।
তাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এ একটি উল্লেখযোগ্য চরিত্রে। বয়সকে হার মানানো তার পর্দার উপস্থিতি এখনও বলিউডকে সমৃদ্ধ করে।
ভক্ত–অনুরাগীরা প্রার্থনা করছেন, বর্ষীয়ান এই অভিনেতা যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবারও আলোকচিত্রের সামনে ফিরতে পারেন।
