পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০০, ১৬ নভেম্বর ২০২৫
এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ (সদর, তেতুলিয়া ও আটোয়ারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন নিতে আসার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা। সারজিসের সঙ্গে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী, যারা মিছিল সহকারে কার্যালয়ে প্রবেশ করেন।
ফরম নেওয়ার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে সারজিস আলম বলেন,‘আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কারণ যে আসনের জন্য মনোনয়ন নিলাম, সেখানে আমার নাড়ি পোঁতা। আমার শৈশব-কৈশোর কেটেছে এখানেই। জন্মস্থানের মানুষদের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি প্রার্থী হতে চাই।’
তিনি অভিযোগ করেন, পঞ্চগড়ের অবহেলিত মানুষের উন্নয়নে অতীতে কার্যকর নেতৃত্ব ছিল না। তাই এবারের নির্বাচনে মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে তিনি নিজের প্রতিশ্রুতি তুলে ধরে বলেন,
‘রক্ত, জীবন অথবা লড়াই—যে ত্যাগই প্রয়োজন হোক না কেন, আমি পঞ্চগড়ের মানুষের অধিকার নিশ্চিত করবো’
এনসিপির নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম নিচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনটি ‘অগ্রাধিকারভিত্তিক’ হিসেবে বিবেচনা করছে নেতৃত্ব, যেখানে স্থানীয় তৃণমূলের শক্তিশালী সংগঠন গড়ে তুলেছে সারজিসের সমর্থকরা।
