বিএনপির প্রার্থীদের ৮৫% উচ্চশিক্ষিত, ১৪% বিদেশে উচ্চশিক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৮, ১৬ নভেম্বর ২০২৫
গত ৩ নভেম্বর বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এসব প্রার্থীদের মধ্যে ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত বলে দাবি করেছে দলটি।
এমনকি প্রার্থীদের মধ্যে কত শতাংশ দেশের বাইরে পড়ালেখা করেছেন এবং কোন পেশার কত শতাংশ করে প্রার্থী রয়েছে, সে তথ্যও জানিয়েছে দলটি।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট ও ফটোকার্ডে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশ গড়তে জনগণের যে আকাঙ্ক্ষা, তার প্রতি সম্মান জানিয়েই প্রার্থী নির্বাচন করেছে বিএনপি।’
পোস্টে বলা হয়, ‘বিএনপি ঘোষিত সম্ভাব্য একক প্রার্থী তালিকার ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা ব্যক্তিও আছেন।’
অন্তত দুইজন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইভি লিগভুক্ত দুটি বিশ্ববিদ্যালয়ে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন প্রার্থীদের প্রায় ১৪ শতাংশ’- জানায় দলটি।
পোস্টে আরও বলা হয়, ‘অন্তত ৪০ শতাংশ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজ থেকে।’
