জুরাইনে ককটেল বিস্ফোরণ, আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:২৬, ১৬ নভেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
রাজধানীর শ্যামপুরের জুরাইনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা শপিং মলের সামনে বিকট শব্দে পরপর ৩-৪টি ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
এ সময় মানুষ ভয় পেয়ে এদিক-সেদিক দৌঁড়ে নিরাপদ আশ্রয়ে যেতে থাকেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় চলাচলরত যানবাহনগুলোর চালক ও যাত্রীরা দিশেহারা হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুরাইন ফ্লাইওভারের উপর থেকে ককটেলগুলো নিচে নিক্ষেপ করা হয়। এতে জনগণ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শ্যামপুর জোনের সিনিয়র সহকারী উপ-পুলিশ কমিশনার যুগান্তরকে জানান, শ্যামপুরে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মেহেদী হাসান নামের একজনকে পুলিশ হাতেনাতে আটক করে।
