রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯:২০, ১৬ নভেম্বর ২০২৫

খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত

খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের নির্বাচনী মাঠে নতুন আলোচনার ঝড় তুলেছে একটি শব্দ—‘বেহেশতের টিকিট’। এই বাক্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র বাগ্‌যুদ্ধ শুরু হয়েছে। দুই দলের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে ভোটের পরিবেশ।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কয়রা উপজেলার ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী প্রচারসভায় দলের মনোনীত প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মনিরুল হাসান অভিযোগ করেন, জামায়াত ‘দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়ার টিকিট মিলবে’—এমন প্রলোভন দেখাচ্ছে।

তিনি বলেন, “এ ধরনের মিথ্যা প্রচার ধর্মীয় অনুভূতির অপব্যবহার। যারা এসব বলে এবং যারা বিশ্বাস করে—উভয়ই সমানভাবে দায়ী।”

মনিরুল হাসানের দাবি, জামায়াত ধর্মের ভয় দেখিয়ে সরলমনা নারীদের বিভ্রান্ত করছে। বিএনপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এসব বিভ্রান্তির বিরুদ্ধে ভোটারদের সচেতন করছেন।

সভায় তিনি আরও বলেন, ধানের শীষের প্রার্থীকে ‘বহিরাগত’ বলা হচ্ছে—এটা পুরোপুরি অপপ্রচার।

মনিরুল বলেন, “আমি খুলনার অন্য উপজেলার সন্তান হলেও কয়রা-পাইকগাছার উন্নয়ন করতে আমার কোনো বাধা নেই। জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ নিজেও খুলনা শহরে থাকেন; তারও এই এলাকায় স্থায়ী বাড়ি নেই। তিনি যেমন খুলনা থেকে এসে নির্বাচন করছেন, আমিও তেমনই করছি।”

তিনি মাঠে ছড়ানো আরেকটি প্রচারণার বিষয় উল্লেখ করে বলেন, জামায়াত প্রার্থীর জন্ম ভারত—এমন কথাও শোনা যাচ্ছে। 

“আমার জন্ম খুলনায়, তাই এই জনপদে আমার অগ্রাধিকার বেশি,” মন্তব্য করেন তিনি।

বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় এই আসনে জামায়াতের প্রার্থী এমপি হলেও কয়রা-পাইকগাছায় উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন মনিরুল হাসান।

জামায়াতের পাল্টা প্রতিক্রিয়া

বিএনপি প্রার্থীর অভিযোগের জবাবে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও একই আসনের প্রার্থী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘বেহেশতের টিকিট’ দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, “উনি যদি এমন কোনো টিকিট দেখাতে পারেন, তখনই তাঁর অভিযোগ সঠিক বলে বিবেচিত হবে। এটি নিছক অপপ্রচার।”

নিজের জন্মস্থান নিয়ে প্রচারকে তিনি মিথ্যাচার বলে দাবি করেন। তার ভাষায়, খুলনার কয়রা সদর ইউনিয়নের কয়রা গ্রামেই তাঁর পৈতৃক বাড়ি রয়েছে।

‘বেহেশতের টিকিট’ নিয়ে সাম্প্রতিক ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গত বৃহস্পতিবার দলীয় এক সভায় তিনি বলেন, “আমরা কোনো টিকিট বিক্রি করি না। কোরআন-হাদিসে জান্নাত-জাহান্নামের পথ স্পষ্টভাবে বলা আছে—সেটাই মানুষকে স্মরণ করাই।”

তিনি আরও বলেন, “সৎ প্রার্থীকে ভোট দিলে ভোটার সওয়াব পান, আর দুর্নীতিবাজকে ক্ষমতায় বসালে তার পাপের অংশ ভোটারের ওপরও বর্তায়। কেউ যদি এটাকে ‘বেহেশতের টিকিট’ মনে করেন, সেটা তার নিজের ব্যাখ্যা।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জর্জিয়াকে বড় ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের