ভিসা বিষয়ে ব্রিটিশ হাইকমিশনের জরুরি সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৫, ১৬ নভেম্বর ২০২৫
ঢাকার ব্রিটিশ হাইকমিশন।। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে ভ্রমণ বা পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। রবিবার হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় স্পষ্টভাবে জানানো হয়—যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয়।
হাইকমিশনের সতর্কবার্তায় বলা হয়, সাম্প্রতিক সময় বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি বা অসাধু দালাল চক্র নিজেদের পরিচয় গোপন রেখে ফোন, ই-মেইল কিংবা টেক্সট বার্তার মাধ্যমে দাবি করছে যে তারা যুক্তরাজ্যের ভিসা ‘নিশ্চিত’ করে দিতে পারবে। হাইকমিশন জানায়—এ ধরনের দাবি নিঃসন্দেহে প্রতারণা, কারণ ভিসা মূল্যায়ন সম্পূর্ণভাবে যুক্তরাজ্যের সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এবং তাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ প্রভাব বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই।
বার্তায় হাইকমিশন আরও উল্লেখ করে, ভিসা আবেদন ও যাচাই-বাছাইয়ের নিয়ম-কানুন কেবল যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটেই প্রকাশিত থাকে। তাই কারও মৌখিক প্রতিশ্রুতি বা অনলাইন বার্তায় বিভ্রান্ত না হয়ে ভিসা সংক্রান্ত অফিসিয়াল তথ্য সরাসরি সরকারি ওয়েবসাইট থেকে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশি আবেদনকারীদের প্রতি হাইকমিশনের পরামর্শ—কোনো ব্যক্তি বা এজেন্ট যদি ‘ভিসা নিশ্চিত’ বা ‘১০০% গ্যারান্টি’ দাবি করে, সঙ্গে সঙ্গে সতর্ক হন।সরকারি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো উৎস থেকে ভিসা তথ্য বা আবেদন নির্দেশিকা গ্রহণ করবেন না।প্রতারণামূলক যোগাযোগ পেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
যুক্তরাজ্যে শিক্ষার্থী, কর্মী ও পর্যটক ভিসা আবেদনকারীর সংখ্যা ক্রমবর্ধমান হওয়ায় ভুয়া প্রতিশ্রুতিদাতা প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছেন ভিসা বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে ব্রিটিশ হাইকমিশনের এ সতর্কতা বাংলাদেশি নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
