শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১২, ১৬ নভেম্বর ২০২৫
এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফট। ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি এয়ারক্রাফটের সামনের চাকা (নোজ হুইল/ল্যান্ডিং গিয়ার) ভেঙে গেছে। এতে এআই–২৩৮ ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
রবিবার (১৬ নভেম্বর) সকালে কিছু যাত্রীকে মুম্বাই হয়ে গন্তব্যে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা থেকে দিল্লি যাওয়ার কথা ছিল উড়োজাহাজটির।
বিমানবন্দর সূত্র জানায়, ১২৬ জন যাত্রী বোর্ডিং সম্পন্নের পর প্লেনের দরজা বন্ধ করা হয়। ঠিক সেই সময় গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার কর্মীরা পুশকার্ট দিয়ে বিমানটির সামনের অংশ তুলতে গিয়ে ভুল এলাইনমেন্টে জোরে ধাক্কা দেন। এর পরপরই নোজ হুইল ভেঙে গেলে বিমানটিকে গ্রাউন্ডেড ঘোষণা করা হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নেওয়া হয়।
এদিকে দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়া বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্ষতিপূরণ দাবি জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি এখনো এয়ারপোর্ট বে–এরিয়ায় পার্কিং অবস্থায় রয়েছে, এবং মেরামতে বেশ সময় লাগতে পারে বলে জানিয়েছে বিমানবন্দরের সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, “টুগবারলেস পুশকার্টের ভুল রং–এলাইনমেন্ট থেকেই বড় ধরনের ধাক্কা লেগেছে। এটি স্পষ্টভাবেই চালকের গাফিলতি।”
এ বিষয়ে জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান বলেন, “ঘটনার পরপরই ওই চালককে বিমানবন্দর থেকে প্রত্যাহার করা হয়েছে। কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সোমবার তাকে বরখাস্ত করা হবে।”
