১৬ দিনেই ডেঙ্গু রোগী সেপ্টেম্বর ছুঁইছুঁই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৪, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৩৩, ১৬ নভেম্বর ২০২৫
ছবি: ফাইলফটো
দেশে চলতি নভেম্বরের ১৬ দিনেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী বছরের দ্বিতীয় সর্বোচ্চ মাস সেপ্টেম্বরকে ছুঁইছুঁই করছে। সেপ্টেম্বরে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৫ হাজার ৮৬৬ জন। এ মাসের গত ১৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ১৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের রবিবারের (১৬ নভেম্বর) বুলেটিনে দেওয়া ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আরও পাঁচ জন মারা গেছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩৯ জন নতুন রোগী।
এতে এ বছর হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৯৯৭ জনে। তাদের মধ্যে মারা গেছে ৩৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে পাঁচজন মারা গেছে, তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে একজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুজন ও ময়মনসিংহ বিভাগের হাসপাতালে দুজন ভর্তি ছিল।
এ নিয়ে নভেম্বরের ১৬ দিনে ডেঙ্গুতে মারা গেল ৫৮ জন ও হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ১৩৫ জন ডেঙ্গু রোগী।
এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয় অক্টোবরে, ৮০ জনের। এর আগে ৭৬ জনের মৃত্যু হয় সেপ্টেম্বর মাসে। এছাড়া জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, এপ্রিলে সাত জন, মে ও ফেব্রুয়ারিতে তিনজন করে মারা যায়। মার্চ মাসে কেউ মারা যায়নি।
এবছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে অক্টোরে ২২ হাজার ৫০ জন ও এরপর সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন।
এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এবছর দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টিতেই ডেঙ্গু শনাক্ত হয়েছে। ২০০০ সালে প্রথম ঢাকায় বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ৫ হাজার ৫৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় ৯৩ জন। এরপর থেকে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকে।
এরপর ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকার নেয়। সে বছর আক্রান্ত হয় ৩ লাখের বেশি মানুষ ও মারা যায় ১ হাজার ৭০৫ জন। সেটাই ছিল দেশে সর্বোচ্চ রোগী ও মৃত্যুর ঘটনা।
এরপর ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
