ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৫, ১৩ নভেম্বর ২০২৫
ছবি: ফাইলফটো
দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আরও তিনজন মারা গেছে। এসময় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৩৩ জন ডেঙ্গু রোগী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৮৩ জন ও ৫৫০ জন ঢাকা সিটির বাইরে ভর্তি হয়েছে।
এ নিয়ে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৬০৬ জন ও মারা গেছে ৩২৬ জন।
এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয় অক্টোবরে, ৮০ জনের। এর আগে ৭৬ জনের মৃত্যু হয় সেপ্টেম্বর মাসে। এছাড়া জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, এপ্রিলে সাত জন, মে ও ফেব্রুয়ারিতে তিনজন করে মারা যায়। মার্চ মাসে কেউ মারা যায়নি।
এবছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে অক্টোরে ২২ হাজার ৫০ জন ও এরপর সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন।
এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এবছর দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টিতেই ডেঙ্গু শনাক্ত হয়েছে। ২০০০ সালে প্রথম ঢাকায় বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ৫ হাজার ৫৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় ৯৩ জন। এরপর থেকে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকে।
এরপর ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকার নেয়। সে বছর আক্রান্ত হয় ৩ লাখের বেশি মানুষ ও মারা যায় ১ হাজার ৭০৫ জন। সেটাই ছিল দেশে সর্বোচ্চ রোগী ও মৃত্যুর ঘটনা।
এরপর ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
