বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৮, ১৬ নভেম্বর ২০২৫
বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার। ছবি: পিআইডি
বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদন কার্যক্রম শুরু করতে কারখানা স্থাপন করছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে। স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং দেশের ক্রেতাদের জন্য উন্নত প্রযুক্তি সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অনারের সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জর্জ ঝাও এবং স্মার্ট টেকনোলজিস বিডি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। দুই প্রতিষ্ঠানের এই অংশীদারিত্বকে প্রযুক্তিখাতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
অনার জানিয়েছে, কারখানাটি স্থাপন করা হবে কালিয়াকৈরের স্মার্ট হাইটেক পার্কে। বৈশ্বিক উদ্ভাবন ও স্থানীয় সক্ষমতার সমন্বয়ে এখানেই ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল যুক্ত অনার স্মার্টফোন ও ডিভাইস উৎপাদন করা হবে।
এ অংশীদারিত্ব নিয়ে জর্জ ঝাও বলেন, “বাংলাদেশের বাজার সম্ভাবনাময় ও দ্রুতবর্ধনশীল। স্থানীয় উৎপাদন চালুর মাধ্যমে অনারের বৈশ্বিক এআই উদ্ভাবন বাংলাদেশে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। স্থানীয় প্রতিভা উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চমানের ডিভাইস সরবরাহ—সব ক্ষেত্রেই এই উদ্যোগ আমাদের অঙ্গীকারকে নতুন মাত্রা দেবে।”
মো. জহিরুল ইসলাম বলেন, “অনারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশীদার হতে পেরে আমরা গর্বিত। নতুন এই উৎপাদন সুবিধা দেশের প্রযুক্তি খাতে সুযোগ সৃষ্টি করবে, দক্ষতা বাড়াবে এবং বিশ্বমানের পণ্য দেশেই উৎপাদনের পথ খুলে দেবে।”
২০২৩ সালে বাংলাদেশে যাত্রা শুরু করার পর থেকেই অনার দ্রুত দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় উঠে আসে। তাদের বৈশ্বিক কৌশল ‘অনার আলফা প্ল্যান’—যার মাধ্যমে প্রযুক্তিগত উৎকর্ষ ও ক্রেতাকেন্দ্রিক উদ্ভাবনে প্রতিষ্ঠানটি কাজ করছে। বাংলাদেশে নতুন কারখানা স্থাপন সেই বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ও অংশীদারিত্বের ধারাবাহিকতা বলেই অনার মনে করছে।
