অ্যাপল আনছে আইওএস ২৬.১ ‘লিকুইড’
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৭:৩১, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩৬, ৫ নভেম্বর ২০২৫
আইওএস-২৬-এর নমুনা গ্রাফিক্স কোলাজ
অ্যাপল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে আইওএস ২৬.১ আপডেট, যেখানে ব্যবহারকারীরা প্রথমবারের মতো ‘লিকুইড গ্লাস ইফেক্ট’ নিজের পছন্দ অনুযায়ী কমানো বা নিয়ন্ত্রণ করতে পারবেন।
গত কয়েক মাস ধরে অনেক ব্যবহারকারী অভিযোগ করছিলেন—নতুন আইওএস ডিজাইনে অতিরিক্ত ভিজ্যুয়াল গ্লস ও স্বচ্ছতা তাদের চোখের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে, বিশেষ করে স্ক্রল করার সময় অ্যানিমেশন ল্যাগ ও টেক্সট পড়ার অসুবিধা দেখা দিচ্ছে।
ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক মার্ক গুরম্যান জানিয়েছেন, এই আপডেটটি ব্যবহারকারীদের জন্য চলতি সপ্তাহেই উন্মুক্ত হতে পারে। আপডেটটিতে কেবল লিকুইড গ্লাস নিয়ন্ত্রণই নয়, বরং আরও কিছু বাগ ফিক্স, নতুন অ্যাপল টিভি আইকন, ও স্থিতিশীলতা উন্নয়ন যুক্ত করা হয়েছে।
একই সঙ্গে, ডেভেলপারদের জন্য আইওএস ২৬.২-এর বেটা সংস্করণও প্রকাশ পেতে পারে বলে জানা গেছে। এর ফলে, ২০২৫ সালের শেষ প্রান্তে অ্যাপল ইকোসিস্টেমে আরও উন্নত ভিজ্যুয়াল পারফরম্যান্স ও ব্যবহারকারীর কাস্টমাইজেশন নিয়ন্ত্রণ যুক্ত হবে।
