বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০:৫৩, ৫ নভেম্বর ২০২৫

ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য

লামিনে ইয়ামাল। ছবি: গোল ডটকম

লিওনেল মেসির পর আর কোনো তরুণ হয়তো এত আলোড়ন তুলতে পারেনি। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার প্রাণভ্রমরা হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। মেসির বিদায়ের পর ধুঁকতে থাকা কাতালান ক্লাব আবারও প্রাণ ফিরে পেয়েছে তার পায়ের জাদুতে। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জিতিয়ে ব্যালন ডি’অর-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন এই তরুণ।

তবে এবার তাকে ঘিরে জন্ম নিয়েছে নতুন বিতর্ক। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি চিলিয়ান স্ট্রাইকার ইভান জামোরানো বলেছেন, ইয়ামালের মধ্যে নেই “রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের মতো মানসিকতা বা চেতনা”।

স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গুইতো-তে উপস্থাপক জোসেপ পেদ্রেরোলকে দেওয়া সাক্ষাৎকারে জামোরানো বলেন,“তার (ইয়ামাল) মধ্যে সেই সত্তা বা চেতনা নেই, যা রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ের থাকা উচিত। সে প্রতিভাবান, কিন্তু অপরিণত। সান্তিয়াগো বার্নাব্যুর মঞ্চে খেলার মতো মানসিক দৃঢ়তা ও পরিপক্বতা এখনও অর্জন করতে পারেনি।”

তিনি আরও যোগ করেন, রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব যার নিজস্ব সংস্কৃতি ও শ্রেণি রয়েছে। সেখানে যারা খেলে, তাদের আচরণ ও পেশাদারিত্বে সেটি প্রতিফলিত হওয়া জরুরি।

একই সাক্ষাৎকারে জামোরানো প্রশংসায় ভরিয়ে দেন ইয়ামালের সতীর্থ পেদ্রিকে—“আমি লামিন ইয়ামালকে রিয়াল মাদ্রিদের জন্য সই করাতাম না। সে তারকা, কিন্তু সেই চেতনা নেই। আমি পেদ্রিকে নিতাম—সে বিনয়ী, বাস্তববাদী এবং ফেনোমেনন। তার মধ্যে আছে সেই ‘রিয়াল মাদ্রিদ ধাঁচের সত্তা’।’’

তবে সমালোচনার পাশাপাশি জামোরানো বার্সেলোনাকে আহ্বান জানিয়েছেন ইয়ামালকে সঠিকভাবে দিকনির্দেশনা দিতে, যাতে সে ভবিষ্যতে সত্যিকারের কিংবদন্তি হয়ে উঠতে পারে।

এই বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক এল ক্লাসিকোর আগে ইয়ামালের টুইচ লাইভস্ট্রিমে করা মন্তব্য, যেখানে তিনি মজা করে বলেছিলেন,“হ্যাঁ, অবশ্যই, তারা চুরি করে, তারা অভিযোগ করে।”

এই মন্তব্যে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, যা পরবর্তীতে তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলে।

বর্তমানে গ্রোইন ইনজুরির সঙ্গে লড়ছেন ইয়ামাল। পাশাপাশি গায়িকা নিকি নিকোল-এর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে তিনি মিডিয়ার অতিরিক্ত নজরে রয়েছেন। এসব চাপের মধ্যেও বার্সা সমর্থকরা আশাবাদী, ক্লাবের ভবিষ্যৎ এখনো তার কাঁধেই ভরসা করছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাই থাকছেন বিপিএলে
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
স্যান্টনারের ঝড়ো লড়াইও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড
মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা
ভারত-নেপালের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি