চট্টগ্রামে বিএনপির প্রার্থীসহ গুলিবিদ্ধ ৩, আশঙ্কাজনক ১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯:০৩, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৫৫, ৫ নভেম্বর ২০২৫
বিএনপি নেতা এরশাদ উল্লাহ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটনের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের নগরীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সরোয়ার নামে এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
