বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

চাঁদপুর পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আতঙ্ক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪৬, ৫ নভেম্বর ২০২৫

চাঁদপুর পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আতঙ্ক

চাঁদপুর পাসপোর্ট অফিস। ছবি: সংগৃহীত

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে নতুন করে দেখা দিয়েছে রোহিঙ্গা আতঙ্ক। নতুন পাসপোর্টের জন্য এসবি ক্লিয়ারেন্স বন্ধ হয়ে যাওয়ার পর চাঁদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা দুশ্চিন্তায়। তারা বলছেন, আমাদেরকে এখন সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করতে হচ্ছে। 

এর মধ্যেই মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পাসপোর্ট করতে এসে ধরা পড়েন দুই রোহিঙ্গা নারী।

গ্রেফতারকৃত নারীরা হলেন— কক্সবাজারের কুতুপালং ২ নম্বর ক্যাম্পের ই-১১ ব্লকের সহিসু আলমের মেয়ে সুবাইরা (১৮) এবং সোনা আলীর মেয়ে জুহুরা বেগম (৩৫)। তারা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা সেজে রুমা আক্তার নামের এক নারীর এনআইডি ব্যবহার করে আবেদন করেন। ব্যাংক ড্রাফট, ফর্মসহ সব কাগজপত্র জমা দিলেও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের নজরে পড়ে অসঙ্গতি। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন।

অভিযানে অংশ নেওয়া এসআই আওলাদ হোসেন জানান, “ওই দুই নারী বাংলাদেশের ঠিকানায় ভুয়া আইডি ব্যবহার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কুতুপালং ক্যাম্পের দালাল সোহাগ নামে এক ব্যক্তির মাধ্যমে পাসপোর্ট করতে আসেন। তাকে সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেওয়া হয়েছিল।”

গ্রেফতারের পর দুই নারীকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “তারা যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে বৈধভাবে নিবন্ধিত, তাই বুধবার ভোরে পুলিশ ফোর্সসহ তাদের কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে। ক্যাম্প প্রশাসন তাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।”

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. মাহবুবুর রহমান জানান, “এসবি ক্লিয়ারেন্স সাময়িক বন্ধ থাকায় আমরা আরও বেশি সতর্ক আছি।

তারপরও রোহিঙ্গাদের ভুয়া পরিচয়পত্র ব্যবহার আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে। প্রতিটি আবেদন এখন যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় ভুয়া এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টার ঘটনা বাড়ছে। এতে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা চরম মানসিক চাপে রয়েছেন এবং ভবিষ্যতে এমন জালিয়াতি ঠেকাতে আরও কঠোর নজরদারি জোরদারের দাবি তুলেছেন তারা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি
নির্বাচনে ‘নিজস্ব সক্ষমতায়’ লড়বে এনসিপি
তিন কারণে হারল ইউরোপের রাজারা
চাঁদপুর পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আতঙ্ক
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের
পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে নিষেধ নেই: হকি ইন্ডিয়া
যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির