মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল শিবচর
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫৭, ৫ নভেম্বর ২০২৫
মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল শিবচর। ছবি: সংগৃহীত
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো শিবচর উপজেলা।
বুধবার (৫ নভেম্বর) সকালে শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন দলীয় নেতা-কর্মীরা।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন। তারা স্লোগান দেন— “কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না, মানব না”, “অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই”, “গণতন্ত্র মুক্তি পাক”।
বিক্ষোভকারীরা দাবি করেন, কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনগণের জনপ্রিয় নেতা। তার মনোনয়ন স্থগিত ‘একতরফা ও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত’. যা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল।
একজন স্থানীয় বিএনপি নেতা বলেন, “দলের ভেতরের ষড়যন্ত্রকারীরা তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রকে ভুল তথ্য দিয়েছে।”
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা সতর্ক করে বলেন, “যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয়, তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে।”
তারা আরও হুঁশিয়ারি দেন, প্রয়োজনে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে
মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন ‘অনিবার্য কারণে স্থগিত’ রাখার ঘোষণা দেয় দলটি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষণার পরপরই স্থানীয়ভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মঙ্গলবার সন্ধ্যা থেকে উত্তেজনা বিরাজ করে এলাকায়।
বিক্ষোভ চলাকালে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়। দুপুর পর্যন্ত এলাকায় থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে।
