বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

তত্ত্বাবধায়ক ফিরলেও নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৫৩, ৫ নভেম্বর ২০২৫

তত্ত্বাবধায়ক ফিরলেও নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই 

বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের আপিল শুনানিতে বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় ছিল “জাতির সঙ্গে প্রতারণা”। তিনি জানান, রায় যেভাবেই আসুক না কেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই।

বুধবার (৫ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ঘণ্টাব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। এদিন বিএনপির পক্ষে আপিল শুনানি শেষ হয়।

ব্যারিস্টার কাজল বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল একতরফা ও অগণতান্ত্রিক। জাতির সঙ্গে প্রতারণার সমান। তবে আদালতের রায় নির্বাচনের পূর্বে এলেও, বাস্তবে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই।”

এর আগে জামায়াতে ইসলামীসহ অন্যান্য আপিলকারীরাও নিজেদের যুক্তি উপস্থাপন শেষ করেন। এখন শুনানি শুরু করবে রাষ্ট্রপক্ষ।
বিএনপির পক্ষে আইনজীবীরা আগের শুনানিতে দাবি করেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বশবর্তী হয়ে ২০১১ সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় দেন।

জামায়াতে ইসলামী ও নাগরিক সংগঠন সুজনের পক্ষে আইনজীবীরাও আদালতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পক্ষে সাংবিধানিক ও আইনি যুক্তি তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত। এরপর আপিলের অনুমতি দেওয়া হয়। এ প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল দায়ের করেন।

২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে