জয়, পুতুল ও ববিসহ ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৪, ৫ নভেম্বর ২০২৫
ছবি: সমাজকাল
রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক মানসিক স্বাস্থ্য উপদেষ্টা সায়মা ওয়াজেদ পুতুল এবং জামাতা রেদওয়ান সিদ্দিক ববিসহ আটজনের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদকের অনুমোদিত মামলায় আরও রয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালসহ সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি করা হয়েছে। পাশাপাশি বিদেশে অর্থ পাচার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধান শেষে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। এখন তদন্ত বিভাগ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করবে।
দুদক মহাপরিচালক বলেন, ‘অভিযোগে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে বলেই কমিশন মামলার অনুমোদন দিয়েছে। তদন্তে যদি আরও তথ্য-প্রমাণ মেলে, সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।’
