সুপ্রিম কোর্টে ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪৪, ৪ নভেম্বর ২০২৫
						সুপ্রিম কোর্ট / ফাইল ছবি
সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। প্রজ্ঞাপন দুটিতে সলিসিটর মুঞ্জুরুল হোসেনের স্বাক্ষর রয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, “দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২”-এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৪১ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো; এ নিয়োগ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।”
আরেক প্রজ্ঞাপনে একই ধারায় ৬৭ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগপ্রাপ্তরা রাষ্ট্রের পক্ষে বিভিন্ন মামলায় আইনগত প্রতিনিধিত্ব করবেন।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন ডিএজি ও এএজি-দের নিয়োগের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মদক্ষতা ও মামলার গতি বাড়ানো হবে।
