মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

| ২০ কার্তিক ১৪৩২

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৪ সন্ত্রাসী নিহত: পাকিস্তান 

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৭:৪৮, ৪ নভেম্বর ২০২৫

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৪ সন্ত্রাসী নিহত: পাকিস্তান 

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানে অভিযান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের কালাত জেলায় পরিচালিত এক গোয়েন্দা-তথ্যনির্ভর অভিযানে (আইবিও) ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর চার সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর)।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ১ নভেম্বর রাতে কালাত জেলায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সেনা সদস্যরা লক্ষ্যবস্তুতে আঘাত হেনে চার সন্ত্রাসীকে হত্যা করে।

আইএসপিআর-এর ভাষায়, “অভিযানের সময় আমাদের সেনারা দক্ষতার সঙ্গে সন্ত্রাসীদের ঘাঁটিতে আঘাত হানে এবং ফলস্বরূপ চার ভারত-সমর্থিত সন্ত্রাসী নরকে পাঠানো হয়েছে।”

অভিযান শেষে নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

আইএসপিআর জানিয়েছে, এই সন্ত্রাসীরা বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল।

অভিযান শেষে এলাকা ‘স্যানিটাইজেশন অপারেশন’ শুরু করা হয়েছে, যাতে ওই অঞ্চলে আর কোনো ভারত-সমর্থিত সন্ত্রাসী অবশিষ্ট না থাকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযানটি দেশের চলমান ‘আজম-ই-ইস্তেহকাম’ জাতীয় সন্ত্রাসবিরোধী কর্মসূচির আওতায় পরিচালিত।

জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদিত এই পরিকল্পনার লক্ষ্য হলো পাকিস্তানজুড়ে বিদেশি অর্থায়নে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কগুলো ধ্বংস করা।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কালাত অভিযানে চার সন্ত্রাসী হত্যায় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের নিরাপত্তা বাহিনী যে ত্যাগ ও সাহস প্রদর্শন করছে, জাতি তার প্রতি কৃতজ্ঞ।”

গত কয়েক মাস ধরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে।

সেনাবাহিনী জানায়, আফগান সীমান্তঘেঁষা এলাকায় ভারত-সমর্থিত গোষ্ঠীগুলো ক্রমেই সক্রিয় হয়ে উঠছে।

ইতিমধ্যে পাকিস্তান সরকার কাবুল প্রশাসনকে একাধিকবার সীমান্তপারের সন্ত্রাসী কার্যকলাপ রোধে উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ইসির বিজ্ঞপ্তি প্রকাশ; নিবন্ধন-প্রতীক পেল আরও ৩ রাজনৈতিক দল, এনসিপি পেল ‘শাপলা কলি’
‘প্রকাশ্যে ‘ফ্লার্ট’ করতে সক্ষম পুরুষই আমার পছন্দ’-মালাইকা অরোরা
নরফোক’র নতুন উদ্যেগ; প্রবীণদের জীবন বাঁচাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা
’ওয়ার অন টেরর’-এর স্থপতি ডিক চেনি মারা গেছেন
ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন মল্লিক!
নতুন রূপে সেলেসাও স্কোয়াড; নেইমার বাইরে, ফাবিনহোর প্রত্যাবর্তন
চলে গেলেন ৩ বার অস্কার পাওয়া কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড
ভারতে ট্রেনের ধাক্কা, চূর্ণবিচূর্ণ বগি, নিহত ৪
বকেয়া না মেটালে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি আদানির
মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩৭ বন্দি
বেলুচিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৪ সন্ত্রাসী নিহত: পাকিস্তান
ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত–শরীরচর্চা শিক্ষক পদ বাতিলে নারীপক্ষের তীব্র প্রতিবাদ
বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ
সুপ্রিম কোর্টে ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল
সাগরে লঘুচাপ, দুই বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কানাডায় শোতে বিতর্কে মাধুরী দীক্ষিত; দর্শকদের ক্ষোভ, টিকিট ফেরতের দাবি
নাসীরুদ্দীন তাসনিম নেতৃত্বে গঠিত এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি
১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক
টিআইবি’র প্রতিবেদন : ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার অনিয়ম